সবশেষ চব্বিশ ঘণ্টায় দেশে প্রায় তিন হাজার মানুষের শরীরে সংক্রমণ ধরা পড়ায় করোনা আক্রান্তে বৈশ্বিক তালিকায় আরও এক ধাপ ওপরে উঠে এসেছে বাংলাদেশ। ইতালিকে টপকে অবস্থান এখন ১৫ তম।
কভিড-১৯ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বৃহস্পতিবার দুপুরে জানানো হয়, এদিন সকাল আটটা পর্যন্ত ১২ হাজার ৭০৮টি নমুনা পরীক্ষা করে ২ হাজার ৯৭৭ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। সরকারি হিসেবে দেশে মোট করোনার আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৯ হাজার ৬৫১ জন। তাতে আক্রান্তের বৈশ্বিক তালিকায় ইতালিকে টপকে গেছে বাংলাদেশ।
প্রায় সাড়ে আটশো আক্রান্ত কম নিয়ে ষোলোতম স্থানে নেমে গেছে ইউরোপের দেশটি। বর্তমানে দেশটিতে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪৮ হাজার ৮০৩। ইতালিতে এক সময় করোনার সংক্রমণ ব্যাপক হারে ছড়িয়ে পড়লেও বর্তমানে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.