করোনা যাপিত জীবনের কত কিছু যে পাল্টে দিল। লম্বা একটা বিরতি শেষে ফের মাঠে গড়িয়েছে ক্রিকেট। কিন্তু কতশত নিয়ম যোগ হয়েছে। এই প্রাণঘাতী ভাইরাস থেকে বাঁচতে চেষ্টার ত্রুটি নেই। আসছে মাসে মাঠে গড়াবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এখানেও দেখা মিলবে একাধিক নতুনত্ব। ১৬ পাতার নিয়মাবলী তৈরি করা হয়েছে। যা দেখে এখনই ভয় পাচ্ছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো।
সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া আইপিএলে টসেও থাকবে ভিন্নতা। টসের সময় কাগজে লেখা দুই দলের একাদশের তালিকা আদান-প্রদানের প্রথা থাকছে না। ইলেকট্রনিক টিমলিস্ট চালু করতে যাচ্ছে আইপিএল গভর্নিং কাউন্সিল।
একইসঙ্গে টস করতে হবে দূরত্ব বিধি মেনে। টসের আগে বা পরে করমর্দনও থাকছে না! এমন কি ডাগ-আউটেও দূরত্ব বিধি মেনে বসতে হবে!
তারও আগে আমিরাতে ৬ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে আটটি ফ্র্যাঞ্চাইজির প্রত্যেক ক্রিকেটারকে। এই ছ’দিনে তিনবার করোনা পরীক্ষা হবে বিরাট কোহলি আর মহেন্দ্র সিং ধোনিদের। তিনটি পরীক্ষার ফল নেগেটিভ আসলেই কেবল হোটেল ছেড়ে বেরোতে পারবেন তারা।
এর আগে একই দলের ক্রিকেটাররা একে অন্যের সঙ্গে দেখা করতে পারবেন না। আবার আইপিএল শুরু হওয়ার প্রতি পাঁচ দিন অন্তর আট দলের প্রত্যেক সদস্যের করোনা পরীক্ষা করা হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.