নাদিয়ার ‘প্রতিবেশীকে ভালোবাসো’
                        
                            ইত্তেফাক
                        
                        
                        
                         প্রকাশিত: ০৬ আগস্ট ২০২০, ০৩:২৮
                        
                    
                দীপ্ত আজ সন্ধ্যা ৭াটয় প্রচারিত হবে ঈদুল আজহার বিশেষ ধারাবাহিক নাটক ‘প্রতিবেশীকে ভালোবাসো’। বৃন্দাবন দাশের রচনায় নাটকটি পরিচালনা করেছেন শামীম জামান। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, আ খ ম হাসান, শামীম জামান, শাহনাজ খুশি, নাদিয়া ইসলাম ও অন্যান্য।
- ট্যাগ:
 - বিনোদন
 - নতুন নাটক
 - নাদিয়া আহমেদ