জামালপুরে বন্যাকবলিত এলাকার মানুষের চরম দুর্ভোগ
জামালপুরে বন্যার পানি কমায় বিভিন্ন আশ্রয় কেন্দ্র থেকে ঘরে ফিরতে শুরু করেছে বানভাসী মানুষ। দীর্ঘ এক মাসের বন্যায় লণ্ডভণ্ড করে দিয়েছে তাদের বাড়ি-ঘর, রাস্তা-ঘাট। এখন কাঁদা আর বাড়ির চারপাশের পানির মধ্যে বসতি শুরু করতে হচ্ছে এসব পরিবার। এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছে তারা।
যমুনা ও ব্রহ্মপুত্রের পানি কমায় জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। দীর্ঘ একমাসের বন্যায় জেলার সাত উপজেলার রাস্তা-ঘাট বাড়ি-ঘর ও পাট, সবজি ও রোপা-আমন ধানের বীজতলাসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।