কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিএনপির এমপি এখন মানুষের পাশেও আসে না

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ০৫ আগস্ট ২০২০, ১৫:৫৬

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় এসে মাঠ বেশ গরম করেছিলেন। জনগণকে দিয়েছিলেন নানা প্রতিশ্রুতি। ফলে আসনটিতে জয়ও পান। এরপর আর তার কোনো খবর নেই। জনতার কাতারে তো তাকে দেখাই যায় না। কর্মীরা খোঁজ করেও তার সাক্ষাৎ পান না। একাদশ সংসদ নির্বাচনে চাপাইনবাবগঞ্জ-২ আসন থেকে নির্বাচিত বিএনপি প্রার্থী আমিনুল ইসলামের বিরুদ্ধে এমন অভিযোগ ক্ষুদ্ধ নেতাকর্মীদের। নেতাকর্মীরা অসন্তোষ প্রকাশ করে বলেন, করোনার এ মহামারিতে এমপি আমাদের কোনো খোঁজ খবর নেননি। এছাড়া দলের পক্ষ থেকে সাধারণ জনগণকে কীভাবে সহায়তা করা যায় এসব বিষয় নিয়ে তার কোনো পরিকল্পনা বা কর্মকাণ্ড আমাদের চোখে ধরা পড়েনি।

তারা আরো বলেন, করোনাকালে এমপির এমন নিষ্ক্রিয় ভূমিকা এলাকার নেতাকর্মীকে বিপাকে ফেলেছে। এমন অবস্থায় নেতাকর্মীরা সাধারণ জনগণকে এড়িয়ে চলছেন। এছাড়া অভ্যন্তরীণ কোন্দলে বিএনপির এখানে লেজেগোবরে অবস্থা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও