![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2016/05/26/ad680b4e608017a6cb29feb7bf2c6e3d-bogura.jpg?jadewits_media_id=596146)
আদমদীঘিতে পাটাতন ফেটে ডুবল নৌকা, মা-শিশুর মৃত্যু
বগুড়ার আদমদীঘিতে নৌকা ডুবে মা ও ছেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার রক্তদহ বিলে নৌকার পাটাতন (তলা) ফেটে এ দুর্ঘটনা ঘটে। নৌকার অন্য যাত্রীরা সাঁতরে কূলে উঠে প্রাণে রক্ষা পান। মারা যাওয়া দুজন হলেন আদমদীঘি উপজেলার সান্দিড়া গ্রামের শহীদ হোসেনের স্ত্রী চাঁদনী বেগম (২৫) এবং তাঁদের শিশুসন্তান মো. সাদ (৫)। তাঁরা নৌকায় করে বিল পাড়ের করজবাড়ী গ্রামে যাচ্ছিলেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- মা ও শিশু
- মৃত্যু
- নৌকাডুবি
- কাঠের পাটাতন