![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F08%2F04%2Fmoushumi_mou.jpg%3Fitok%3DolHnXC6m)
সৈয়দ সালাউদ্দীন জাকীর টেলিছবিতে মৌসুমী মৌ
এনটিভি
প্রকাশিত: ০৪ আগস্ট ২০২০, ১২:৫০
‘ঘুড্ডি’ চলচ্চিত্রখ্যাত বরেণ্য নির্মাতা সৈয়দ সালাউদ্দীন জাকী দীর্ঘদিন পর নির্মাণ করেছেন একটি টেলিছবি। টেলিছবির নাম ‘অগ্নিফসল’। ১৯৭১-এর মে-জুন মাস। একটি অবরুদ্ধ বাড়িতে আশ্রয় নিয়েছেন কয়েকজন মানুষ। একজন হিন্দু, একজন বৌদ্ধ ও একটি মুসলিম পরিবার। এখান থেকেই জন্ম নেবে অগ্নিফসল। এ টেলিছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন উপস্থাপক মৌসুমী মৌ। টেলিছবিতে মূল ভূমিকায় এটাই মৌসুমী মৌয়ের প্রথম অভিনয়। টেলিছবিতে কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান, ফারহানা মিঠু, তৌফিকুল ইসলাম ইমন, পৌশাল প্রমুখ। লাকী আখান্দের সুর ও সৈয়দ সালাউদ্দীন জাকীর লেখা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত ‘ওই চেয়ে দেখ
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
www.ajkerpatrika.com
| ঢাকা বিশ্ববিদ্যালয়
১১ মাস, ১ সপ্তাহ আগে
১১ মাস, ২ সপ্তাহ আগে
১১ মাস, ৩ সপ্তাহ আগে