বাংলার ঋতুতে এখন বর্ষাকাল চলছে। শ্রাবণজুড়ে বৃষ্টিও হয়েছে অসংখ্যবার। কিন্তু ভ্যাপসা গরমে গত দু’দিন অস্বস্তিতে ছিল রাজধানীবাসী। মঙ্গলবার সকাল ১১টায় ঝুম বৃষ্টিতে খানিকটা স্বস্তি পেল ঢাকাবাসী। এতে তাপপ্রবাহ কমেছে অনেকখানি। বর্ষণের ফলে অফিস-আদালতগামী মানুষকে ভোগান্তিতে পড়তে হলেও গত ক’দিনের গরম বিবেচনায় স্বস্তি বৃষ্টি বলছেন নগরবাসী।