কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রামোসহীন রিয়ালের যত ভয়

প্রথম আলো প্রকাশিত: ০৪ আগস্ট ২০২০, ০৯:৩৩

অধিনায়ক সার্জিও রামোস রিয়াল মাদ্রিদের জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ? আপনি যদি রিয়াল মাদ্রিদের সমর্থক হন, প্রশ্ন শুনে আপনার মনেই হতে পারে, 'এটা কী জিজ্ঞেস করার মতো কোনো বস্তু হলো?'বিশেষ করে ক্রিস্টিয়ানো রোনালদো দল ছাড়ার পর সার্জিও রামোস আগের চেয়েও আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন দলের জন্য। এবারের লিগের কথাই চিন্তা করুন না। যোগ্য নেতার মতো সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। রক্ষণভাগ তো বটেই, দলের প্রয়োজনে ম্যাচের মধ্যেই হুটহাট স্ট্রাইকার হয়ে যেতেও সমস্যা হয়নি তাঁর। গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১১ গোল করা রামোস এবার গোল করেছেন আরও দুটি বেশি। যার মধ্যে লিগেই গোল করেছেন এগারোটা। বার্সেলোনার কিংবদন্তি ডাচ ডিফেন্ডার রোনাল্ড কোম্যানকে টপকে এর মধ্যেই লা লিগায় ডিফেন্সডার হিসেবে সবচেয়ে বেশি গোলদাতার তালিকায় নাম লিখিয়েছেন।

নিন্দুকেরা বলতে পারেন, গোলগুলোর প্রায় সবগুলোই তো এসেছে পেনাল্টি থেকে। কিন্তু পেনাল্টি মারার ব্যাপারেও রামোসের চেয়ে নিখুঁত আর কাকে পাবেন? টানা ২২টা পেনাল্টিতে গোল করাও যে চাট্টিখানি কথা নয়! পেনাল্টি এলেই তাই কোচ জিনেদিন জিদান চোখ বন্ধ করে ভরসা করতে পারেন দলের অধিনায়কের ওপর।কিন্তু সে অধিনায়ক যখন না থাকেন? সেটি অবশ্যই বড় শঙ্কার বিষয়। কিন্তু এমন দুঃসংবাদকে আলিঙ্গন করতে হচ্ছে রিয়াল সমর্থকদের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও