৫ অগাস্ট ভূমিপুজো, লকডাউন প্রত্যাহার করতে হবে তৃণমূলকে, দাবি দিলীপ ঘোষের

এনডিটিভি (ভারত) পশ্চিমবঙ্গ প্রকাশিত: ০৪ আগস্ট ২০২০, ০৯:০৮

৫ অগাস্ট অযোধ্যায় রাম মন্দির নির্মাণ উপলক্ষে ভূমিপুজো হবে। অথচ ওইদিনই পশ্চিমবঙ্গে লকডাউন (West Bengal Lockdown)। ওইদিন লকডাউন প্রত্যাহার করার জন্য তাই রাজ্য সরকারের কাছে আবেদন করলেন দিলীপ ঘোষ। রাজ্য বিজেপি সভাপতির (Dilip Ghosh) প্রশ্ন, "ঈদের কথা মনে করে যদি ১ অগাস্ট লকডাউনের দিন বদলাতে পারে তবে ৫ অগাস্ট রাম মন্দিরের ভূমিপুজো (Ayodhya Bhoomi Pujan) উপলক্ষেও কেন তা বদলানো যাবে না?" পাশাপাশি তিনি একথাও বলেন যে, রাজ্য সরকারের এই সিদ্ধান্ত আসলে "পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার" কৌশল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও