কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিজিবির হাতে মাদকসহ ৫০ কোটি টাকার মালামাল জব্দ, গ্রেপ্তার ২৬১

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৩ আগস্ট ২০২০, ১৫:০৬

জুলাই মাসে বাংলাদেশের সীমান্ত এলাকা দিয়ে মাদক পাচারের অভিযোগে ২৬১ জনকে গ্রেপ্তার ও মাদক দ্রব্যসহ নানা সরঞ্জাম জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ এসব হওয়া মালামালের আনুমানিক মূল্য ৫০ কোটি ৪২ লাখ ৯৭ হাজার টাকা বলে সোমবার বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।মাদকের মধ্যে রয়েছে ৯ লাখ ৪১ হাজার ৩৮০ ইয়াবা, ৫৪ হাজার ৭৯৩ বোতল ফেনসিডিল, ৫ হাজার ৯৩১ বোতল বিদেশশি মদ, এক হাজারেরও বেশি বিয়ার ক্যান, ১ হাজার ২১৬ কেজি গাঁজা, ২ কেজি ৩৭০ গ্রাম হেরোইন, ২৩ হাজারের বেশি ইনজেকশন, এ্যানেগ্রা ও সেনেগ্রা ট্যাবলেট।এককেজি ৪২৫ গ্রাম সোনা, ৫৩ কেজি ৫২৩ গ্রাম রুপা, পর্যাপ্ত ইমিটেশনের গহনা, কসমেটিক্স সামগ্রী, শাড়ি, থ্রিপিস, শার্টপিস, তৈরি পোশাক, কাঠ, চা পাতা, চারটি ট্রাক, একটি প্রাইভেটকার, নয়টি পিকআপ, ২২টি অটোরিকশা ও ৫০টি মোটরসাইকেলও রয়েছে।এছাড়া একটি পিস্তল, দুটি বন্দুক, দুটি পাইপ গান, একটি এলজি এবং ১১ রাউন্ড গুলিও জব্দ করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও