করোনায় মারা গেলেন টিভি ব্যক্তিত্ব মোহাম্মদ বরকতউল্লাহ
বণিক বার্তা
প্রকাশিত: ০৩ আগস্ট ২০২০, ১৫:১২
নির্মাতা ও টিভি ব্যক্তিত্ব মোহাম্মদ বরকতউল্লাহ করোনা সংক্রমিত হয়ে মারা গেছেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আজ সোমবার (৩ আগস্ট) সকালে রাজধানীর গ্রীনলাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার স্ত্রী বিশিষ্ট নৃত্যশিল্পী জিনাত বরকতউল্লাহ ও মেয়ে জনপ্রিয় অভিনেত্রী বিজরী বরকতুল্লাহ। বিটিভিতে প্রচারিত ‘সকাল-সন্ধ্যা’, ঢাকায় থাকি, ‘কোথাও কেউ নেই’-এসব নাটকের প্রযোজক ছিলেন মোহাম্মদ বরকতউল্লাহ। বিটিভ'র মহাব্যবস্থাপক ছাড়াও চ্যানেল ওয়ান ও বাংলাভিশনে কর্মরত ছিলেন তিনি। এছাড়া স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ফিল্ম ও মিডিয়া বিভাগের শিক্ষক ছিলেন মোহাম্মদ বরকতউল্লাহ।