ঈদুল-আজহার দ্বিতীয় দিনেই রোববার (২ আগস্ট) ৭৫টি ওয়ার্ডের কোরবানির পশুর বর্জ্য শতভাগ অপসারণ করা হয়েছে বলে দাবি করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সোমবার (৩ আগস্ট) ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের জানিয়েছেন, দ্বিতীয় দিনে ২ হাজার ৩২৮ মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়েছে।
তিনি বলেন, ঈদের প্রথম দিনে কোরবানির পশুর বর্জ্য হিসেবে ৮ হাজার ৮৭০ মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়। দ্বিতীয় দিনের বর্জ্যসহ সবমিলিয়ে ১১ হাজার ১৯৮ মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়েছে। সর্বমোট ৩ হাজার ৩৯১টি ট্রিপের মাধ্যমে ডিএসসিসি এলাকা থেকে এই বর্জ্য মাতুয়াইলের ভাগাড়ে (ল্যান্ড ফিলে) নিয়ে যাওয়া হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.