বিশ্বের সবচেয়ে নান্দনিক সাত রেলওয়ে স্টেশন
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০২ আগস্ট ২০২০, ২২:১১
মানুষের ভ্রমণের পথে বিপ্লব ঘটিয়েছে ট্রেন এবং রেলপথ। ট্রেন আবিষ্কার হওয়ার আগে হয়তো মানুষকে ঘোড়া অথবা গাড়ি খুঁজে ক্লান্তিকর ভ্রমণ করতো হতো। এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য এসব বাহনও পাল্টাতে হতো। তারপর সেখান থেকে সোজা বাড়ি।
কিন্তু মানুষের ভ্রমণের ক্লান্তি ও একঘেয়েমি দূর করেছে ট্রেন। সহজ করেছে চলার পথ। মানুষ এটাতে চেপে বসার কয়েক ঘণ্টা অথবা দিনের মধ্যেই তাদের গন্তব্যে পৌঁছে যাচ্ছে। শুধু কি তাই, ট্রেনে বসে আপনি গেম খেলা, বই পড়া, লেখালেখি, চায়ের কাপে চুমুক কিংবা কোনও খুনের রহস্যের সমাধানও করতে পারেন অনায়াসে। ট্রেন ভ্রমণের পুরোটা সময় হতে পারে উপভোগ্য কিংবা মজার।
- ট্যাগ:
- লাইফ
- রেলপথ
- রেলওয়ে ষ্টেশন
- ট্রেন ভ্রমণ