![](https://media.priyo.com/img/500x/https://www.ittefaq.com.bd/assets/news_photos/2020/08/02/image-171787-1596369649.jpg)
বন্ধু দিবসে দুই বন্ধুর গান
ইত্তেফাক
প্রকাশিত: ০২ আগস্ট ২০২০, ১৭:৩১
বাঁধন সরকার পূজা ও তাসনিম আনিকা। গানের আঙিনায় খুব ভালো দুই বন্ধু তারা৷ এবার তারা একসঙ্গে গান নিয়ে হাজির হচ্ছেন। বন্ধু দিবস উপলক্ষে বন্ধুত্বের গানটির শিরোনাম ‘ফ্রেন্ডস’। গানটির কথা লিখেছেন ও সুর করেছেন আনিকা নিজেই। সংগীত আয়োজন করেছেন মীর মাসুম।