দাম না পেয়ে পদ্মায় চামড়া নিক্ষেপ
রাজশাহীর মৌসুমী ব্যবসায়ীরা এবার একটু বেশি দামে চামড়া কিনেছিলেন। কিন্তু তারা ধরা খেয়েছেন। আড়তে বিক্রি করতে না পেরে সেই চামড়া পদ্মা নদীতেও ফেলে দিয়েছেন তারা। গত বছরের তুলনায় এবার কোরবানির পশুর চামড়ার দাম ২০ থেকে ২৯ শতাংশ কমিয়ে নির্ধারণ করেছিল সরকার। এবার রাজশাহীতে সেই দামও পাওয়া যায়নি চামড়া বিক্রির সময়। ছাগলের চামড়া রাজশাহীতে পাঁচ থেকে ৩০ এবং গরুর চামড়া ১০০ থেকে ৩০০ টাকায় বিক্রি হয়েছে। প্রকৃত ব্যবসায়ীরা বলছে, এবার তারাই ঠিকমতো বাজার বুঝতে পারেননি। একদিনের জন্য চামড়া কিনতে এসে মৌসুমী ব্যবসায়ীরাও বোঝেননি। ফলে তাদের লোকসান বেশি। একজন মৌসুমী ব্যবসায়ীও লাভ করতে পারবেন না। চামড়া শিল্পের উদ্যোক্তাদের স
- ট্যাগ:
- বাংলাদেশ
- ন্যায্য মূল্য
- কোরবানির চামড়া