
চলছে সামরিক বৈঠক! তার মধ্যেই সীমান্তে মজুত বাড়াচ্ছে বাহিনী
নয়াদিল্লি: মলডোয় চলছে পঞ্চম দফার সামরিক বৈঠক। উপলক্ষ্য ইন্দো-চিন সীমান্তে (Tension in Indo-China border) এলএসি বরাবর স্থিতাবস্থা ফেরানো। সীমান্ত (LAC) থেকে নিরাপদ দূরত্বে সরে আসতে বদ্ধপরিকর। এই উদ্যোগে সহমতে পৌঁছতে চলছে দ্বিপাক্ষিক বৈঠক। কর্নেল পদমর্যাদার এই বৈঠকের মধ্যেও উদ্বেগ ভারতীয় শিবিরে। প্যাংগং লেকের এখনও লালফৌজের নজরদারি বোট চোখে পড়েছে। তেমনই শীতের পোশাক সংগ্রহের একটা হিড়িক চলছে সীমান্তে।