‘এলা হামার চামড়া নেয় না বাহে’
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ০২ আগস্ট ২০২০, ১৪:১৪
হামরা শুনছি বাহে সরকার প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম ধরছে ৩৫-৪০ টাকা। আর খাসি প্রতি বর্গফুট ১৩-১৫ টাকা। এলা হামার চামড়ায় নেয় না। এখন সেই দাম তো নাই। কথাগুলো বলছিলেন নীলফামারী সদরের টুপামারী ইউনিয়নের চৌধুরি পাড়া গ্রামের চামড়া বিক্রেতা ময়নুল ইসলাম। তিনি বলেন, ৫১ হাজার...
- ট্যাগ:
- বাংলাদেশ