চীন-রাশিয়ার করোনা টিকা নিয়ে যুক্তরাষ্ট্রের সন্দেহ
মহামারি করোনাভাইরাসের টিকা আবিষ্কারের একেবারে শেষ প্রান্তে বলে জানিয়েছে চীন-রাশিয়া। তবে তারা টিকা আবিষ্কার করলেও সেই টিকা যুক্তরাষ্ট্র ব্যবহার করবে না বলে জানিয়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশিয়াস ডিজিজের ডিরেক্টর, সংক্রামক রোগ বিশেষজ্ঞ ও হোয়াইট হাউসের প্রধান স্বাস্থ্য উপদেষ্টা অ্যান্টনি ফাউসি। চীন-রাশিয়ার টিকা তৈরির দাবি নিয়েও সন্দেহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। খবর টেলিগ্রাফের।