![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/08/01/86af5e2d158bdb3fbc96da829f0c9139-5f254a8368def.jpg?jadewits_media_id=1551099)
মেইল প্রতারণায় সচেতন থাকুন
প্রথম আলো
প্রকাশিত: ০১ আগস্ট ২০২০, ১৬:৫৫
অনেকেই হ্যাকারদের কাছ থেকে তাদের কম্পিউটার হ্যাক করা হয়েছে এমন বার্তা পান। হ্যাকাররা মেইলের মাধ্যম কোনো অ্যাকাউন্টের আইডি পাসওয়ার্ডও প্রমাণ হিসেবে পাঠিয়ে দেয়। করোনা মহামারির এক সময়ে এ ধরনের অনলাইনে চাঁদাবাজির স্ক্যাম বা প্রতারণা বেড়ে গেছে। নানা রকম কৌশলে সাইবার দুর্বৃত্তরা অনলাইনে ব্যবহারকারীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার উপায় খুঁজছে।