বিনামূল্যে ভ্রমণকারীর করোনা পরীক্ষা করবে জার্মানি
করোনাভাইরাসের তাণ্ডবে লন্ডভন্ড পুরো বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। তবে করোনার নিয়ন্ত্রণহীন সময় পেরিয়ে এসেছে জার্মানি। এমন পরিস্থিতিতে জার্মানির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সব ধরণের ভ্রমণকারীকে দেশে প্রবেশের ৭২ ঘন্টার মধ্যে বিনামূল্যে করোনাভাইরাস পরীক্ষা (পিসিআর বা পলিমার চেইন রিয়েকশন) করার সুযোগ দেওয়া হবে। জার্মানির স্বাস্থ্যমন্ত্রী জেনস স্প্যান এক বিবৃতিতে শুক্রবার এ তথ্য জানান। তিনি বলেন, আক্রান্তের সংখ্যা বৃদ্ধি একটি পরিষ্কার সতর্কবার্তা। এই ভাইরাস কয়েকদিনেই চলে যাবে না। সুতরাং যে কেউ দেশে প্রবেশে করা মাত্রই স্বেচ্ছায় বিনা মূল্যের এ পরীক্ষা করা উচিৎ।