ত্যাগের মহিমায় পশু কোরবানিতে ব্যস্ত নগরবাসী

ডেইলি বাংলাদেশ ঢাকা মেট্রোপলিটন প্রকাশিত: ০১ আগস্ট ২০২০, ১১:৩৬

মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের জন্য পশু কোরবানির মাধ্যমে ‘আল্লাহু আকবার, আল্লাহু আকবার’ ধ্বনিতে সারাবিশ্বে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। ঈদের নামাজ শেষ করেই ত্যাগের মহিমায় পশু কোরবানিতে ব্যস্ত হয়ে পড়েছেন নগরবাসী। সরেজমিনে দেখা গেছে, সকাল সাড়ে ৭টার পর থেকেই নগরীর প্রতিটি পাড়া-মহল্লায় গরু-ছাগল জবাই শুরু হয়। বিভিন্ন মসজিদ-মাদরাসার শিক্ষক ও ছাত্ররা ধারালো অস্ত্র হাতে ঘুরে ঘুরে ‘আল্লাহু আকবর’ ধ্বনি উচ্চারণ করে কোরবানির কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। কেউ কেউ আবার নিজের হাতে পশু জবাই করেন। পরিবারের ছোট বড় সবাইকে নিয়ে মাংস কাটতে দেখা গেছে। জবাই করার সঙ্গে সঙ্গে পানির পাইপ দিয়ে রক্তগুলো ধুয়ে ব্লিচিং পাউডার ছড়িয়ে দিচ্ছে তারা। এ সময় মাদরাসার ছাত্রদের কোরবানির পশু দান করা চামড়া সংগ্রহের ব্যস্ত থাকতে দেখা যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও