৫ তারার ভোজনবিলাস এবার আপনার দরজায়, QMIN হাজির সুখাদ্যের সম্ভার নিয়ে!
food: বিশেষ সুরক্ষা ও স্বাস্থ্য বিধি মেনেই খাবার পৌঁছে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে কিউমিন। কন্টাক্টলেস ডেলিভারি ও ডেলিভারি এগ্জিকিউটিভরা স্বাস্থ্যবিধি মেনেই সেই খাবার পৌঁছে দেবে। প্রথম পর্বে তাজ ও ভিভান্তা এর নামিদামি রেস্তোরাঁগুলি থেকে খাবার পৌঁছে দেওয়া হবে বাড়িতে।