ভেজাল মদপানে ২১ জনের মৃত্যু

সময় টিভি পাঞ্জাব প্রকাশিত: ৩১ জুলাই ২০২০, ১৮:০৭

ভারতের পাঞ্জাবের কয়েকটি জেলায় বিষাক্ত মদ খেয়ে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) বার্তা সংস্থা পিটিআই এ তথ্য জানিয়েছে। ঘটনা অনুসন্ধানে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী আমারিন্দর সিং। পরে এক টুইট বার্তায় দায়ীদের ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।বলেন, অমৃতসর, গুরদাসপুর এবং তারন তারানে সন্দেহজনক ভেজাল মদ খেয়ে মৃত্যুর ঘটনা অনুসন্ধানে বিভাগীয় তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। সংশ্লিষ্ট এসএসপি এবং অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে কমিশনার, জলন্ধর বিভাগ এ তদন্ত পরিচালনা করবে। দোষী সাব্যস্ত কাউকে রেহাই দেওয়া হবে না।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও