অভিনেতা হিসেবে বেশ জনপ্রিয়, নির্মাতা হিসেবেও নন্দিত শামীম জামান। তবে নিজের পরিচালিত নাটকের বাইরে বর্তমানে কমই দেখা মেলে তাঁর। সারা বছরই বিভিন্ন টিভি চ্যানেলের জন্য নির্মাণ করছেন নাটক। এবারের ঈদেও ১২টি নাটক নির্মাণ করেছেন তিনি। নাটকগুলো হচ্ছে—এনটিভিতে ‘টাম কাড’, ঈগল মিউজিকের ব্যানারে নির্মাণ করেছেন ‘ঢাকাইয়া জিম’, ‘মামলাবাজ জামাই’ ও ‘পাবলিক ফিগার’। সিডি চয়েসের জন্য ‘সাইকেল মেকার’, ‘পেইনফুল’, শরৎ টেলিফিল্মে ‘ক্ষমতাবান’ ও ‘বুদ্ধিমান চোর’, লাইভ টেকনোলজিতে ‘কন্ট্রাক’, সিডি চয়েসে ‘প্রতিবেশীকে ভালোবাসো’, হিয়া মাল্টিমিডিয়ায় ‘শ্বশুরবাড়ি লকডাউন’, ‘ছোট মিয়া বড় মিয়া’। নাটকগুলোতে অভিনয় করেছেন এ সময়ের তারকা
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.