ভূত সেজে স্বপ্নের ওভিসিতে শাওন
ভূত ও ইন্টারনেটের মধ্যে একটা গভীর মিল আছে। ইন্টারনেট যেমন গ্রাহকের কাছে মাঝেমধ্যে আসে ও চলে যায়, ঠিক তেমনি ভূত বা ভূতের গল্প আমরা নানান রূপে শুনতে পাই এবং শুনতে পছন্দ করি। এবার বাংলাদেশের অন্যতম রিটেইল সুপারশপ ‘স্বপ্ন’-এর অনলাইন কাস্টমার সার্ভিস স্বপ্ন ডট কমের ওভিসিতে (অনলাইন ভিডিও কমার্শিয়াল) ভূতের বেশে হাজির হতে দেখা যাবে গ্রে অ্যাডভার্টাইজ লিমিটেডের ম্যানেজিং পার্টনার ও কান্ট্রি হেড সৈয়দ গাউসুল আজম শাওনকে। নতুন ওভিসিতে কাজের বিষয়ে শাওন বলেন, ‘সময়ের অভাবে এখন আর মডেল হিসেবে কাজ করা হয় না। তবে কয়েকটি কারণে কাজটি করা। সেগুলো বলতে গেলে বলতে হবে স্বপ্নের নির্বাহী পরিচালক সাব্বির হাসান না
- ট্যাগ:
- বিনোদন
- বিজ্ঞাপন
- মডেল
- তারকা
- গাওসুল আজম শাওন