ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে সংঘর্ষে নিহত ১২
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মাগুইন্দানাও প্রদেশে সরকারি বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় দুই সেনাসহ মোট ১২ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো ১৩ জন। বৃহস্পতিবার ফিলিপাইনের সেনাবাহিনীর এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। লেফটেন্যান্ট কর্নেল আনহুভিক অ্যাটিলানো জানান, বাংসামোরো ইসলামিক ফ্রিডম ফাইটারের (বিআইএফএফ) নেতা হাসান ইন্দালের খোঁজ করছিলো দেশটির সেনারা। স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার দিকে দাতু সালিবো শহরের নিকটবর্তী একটি গ্রামে তাকে বন্দুকধারীদের সঙ্গে দেখা গেছে বলে খবর পায় তারা। সে সময়ে প্রায় ২০ সন্ত্রাসীর সঙ্গে সংঘর্ষের মুখোমুখি হয় সরকারি সেনারা। প্রায় ছয় ঘণ্টার তীব্র সংঘর্ষের পর সেনাবাহিনী লক্ষ করে যে লড়াইয়ের জন্য আরো লোক পাঠিয়েছে বিআইএফএফ।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- সন্ত্রাসী
- নিহত
- সংঘর্ষ
- সরকারি বাহিনী