জার্মানির অর্থনীতিতে রেকর্ড সংকোচন
বছরের দ্বিতীয় প্রান্তিকে জার্মানির অর্থনীতি ১০ দশমিক ১ শতাংশ সংকুচিত হয়েছে; যা দেশটির দ্রুততম সংকোচনের রেকর্ড। কোভিড-১৯ মহামারিকালে পারিবারিক ব্যয় হ্রাসসহ ব্যবসায়ে বিনিয়োগ ও রফতানিতে ধস নামায় এই দশা। দেশটির বৃহস্পতিবার প্রকাশিত প্রাথমিক তথ্য-উপাত্তে এমন শঙ্কার কথা জানা গেছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে অনুযায়ী দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরো এমন তথ্য প্রকাশ করে জানিয়েছে, ১৯৭০ সালের পর এত দ্রুত এতটা সংকুচিত হয়নি দেশের অর্থনীতি; যা দেশটির প্রায় দশ বছরের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে অপনোদিত করবে। অথচ অর্থনীতিবিদরা পূর্বাভাস দিয়েছিল সংকোচন হবে ৯ শতাংশ।
ডেকাব্যাংকের অর্থনীতিবিদ আন্দ্রেস শোয়ারল রয়টার্সকে এ প্রসঙ্গে বলেন, ‘এখন এটা আনুষ্ঠানিক ব্যাপার যে অর্থনীতিতে শতাব্দীর মন্দা চলছে। শেয়ারবাজারে ধস আর তেলের মূল্য সংকটেও এখন পর্যন্ত যেটা অসম্ভব ছিল তা করোনা নামে ১৬০ ন্যানোমিটারের ক্ষুদ্র একটি জীবাণু করে দেখালো।’