কাবা শরিফের গিলাফ পরিবর্তনের ভিডিও
তালবিয়ার ধ্বনির তালে তালে বৃষ্টিবিঘ্নিত পরিবেশে পবিত্র কাবা শরিফের গিলাফ পরিবর্তন করে নতুন গিলাফ পরানো সম্পন্ন হয়েছে। কাবা শরিফের গিলাফ পরিবর্তনের পুরো ভিডিওটি প্রকাশ করেছে হারামাইন ডটইনেফা। উল্লেখ্য, বিভিন্ন জনের কণ্ঠে উচ্চারিত তালবিয়ার সুরে সুরে বুধবার দিবাগত রাতে ১৬০ জন দক্ষ ও প্রশিক্ষিত বিশেষজ্ঞ কারিগর ও প্রযুক্তিবিদ পবিত্র কাবা শরিফের গিলাফ পরিবর্তন করে নতুন গিলাফ পরানোর কাজে অংশগ্রহণ করেন।
এ প্রক্রিয়াটি প্রতি বছর ৯ জিলহজ অনুষ্ঠিত হয়। কাবা শরিফের কিসওয়া তৈরিতে ব্যবহৃত হয়ে ৬৭০ কেজি খাঁটি সিল্ক। যা কালো রঙের হয়। ১২০ কেজি সোনায় মোড়ানো সুতা। ১০০ কেজি রূপার সুতা। ৪৭ খণ্ডে বিভক্ত এ গিলাফে কাবার শরিফের চারদিক আবৃত করে দেয়া হয়। উল্লেখ্য মক্কার নিকটবর্তী উম্মুল জুদ এলাকায় কাবার গিলাফ তৈরির একটি কারখানা রয়েছে। যেখানে নির্দিষ্ট পরিমাণ শ্রমিক সারা বছর কাবার গিলাফ তৈরির কাজে নিয়োজিত থাকেন।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- কাবা শরিফ
- গিলাফ
- ভিডিও প্রকাশ