১০ কি.মি. সড়ক ভাঙা, যোগাযোগে বেহাল দশা মোংলা বন্দরের
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ২৯ জুলাই ২০২০, ১৮:৪৭
আধুনিকায়ন চলছে মোংলা বন্দরে। বন্দরের নাব্য ফিরিয়ে আনতে সরকারিভাবে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। তবে এই বন্দরে আসা পণ্যবাহী কার্গো এবং পাশে গড়ে ওঠা রফতানি প্রক্রিয়াকরণ এলাকার (ইপিজেড) উৎপাদিত পণ্য পরিবহনে সড়ক পথে খুলনার সঙ্গে যে মহাসড়কটি যুক্ত সেটির মোংলা বন্দর প্রান্তের ১০ কিলোমিটার অংশের এখন একেবারেই বেহাল দশা।খুলনা থেকে মোংলাবন্দরের দূরত্ব সাড়ে ৩০ কিলোমিটার, এরমধ্যে মোংলা বন্দরের সামনে থেকে রামপাল উপজেলার বেলাই ব্রিজ পর্যন্ত সড়কের এই বেহালদশা। বিশেষ করে মোংলা বাসস্ট্যান্ড থেকে বন্দরের সামনে দিয়ে দ্বীগরাজ হয়ে জিরো পয়েন্ট পর্যন্ত এ ১০ কিলোমিটার খানাখন্দে ভরা। এই সামান্য পথ অতিক্রম করতে এখন ৩৫ মিনিট সময় লাগছে।