করোনা সংকটে বেতন পাচ্ছেন না পৌরকর্মীরা
প্রথম আলো
প্রকাশিত: ২৯ জুলাই ২০২০, ১৪:৫০
করোনাভাইরাসের সংক্রমণের মধ্যে কাজ চালিয়ে গেলেও নিয়মিত বেতন-ভাতা পাচ্ছেন না দেশের ৩২৮টি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। পৌরসভাগুলোর বেতন-ভাতার সমস্যা বেশ পুরোনো। করোনা পরিস্থিতিতে পৌরকর আদায় বন্ধ থাকায় সংকট আরও বেড়েছে। অন্যদিকে করোনা মহামারির মধ্যে কাজ করলেও কোনো ধরনের সুরক্ষাসামগ্রী পাননি পৌরকর্মীরা। এখন পর্যন্ত দেড় শতাধিক পৌরকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।