অনুদান নিয়ে কর্মচারীদের বেতন দিচ্ছে টেসলা
করোনার লকডাউনে কর্মচারীদের বেতন দেওয়ার জন্য অনুদান নিয়েছে টেসলা। মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানায় বিদ্যুৎ চালিত এই গাড়ির কোম্পানি। খবর রয়টার্সের অনুদানের ব্যাপারে টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা এলন মাস্ক বলেন, লকডাউনের কারণে কারখানা বন্ধ থাকায় ব্যয় কমলেও বিশাল পরিমাণ টাকার একটি অংক বকেয়া হচ্ছিল প্রতি মাসে। অনুদানের কারণে যা সহজেই পরিশোধ করা সম্ভব হচ্ছে।