প্রশ্নফাঁসে মেডিকেলে ভর্তি শিক্ষার্থীদের ছাত্রত্ব বাতিল হবে
স্বাস্থ্য অধিদফতরের প্রেস থেকে ফাঁস হওয়া মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নের সুযোগ নিয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বিষয়ে ব্যবস্থা নিতে যাচ্ছে কর্তৃপক্ষ। বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল বলছে, প্রমাণ পাওয়া গেলে বাতিল হবে এসব শিক্ষার্থীদের ছাত্রত্ব। টাস্কফোর্স গঠন করে বিচারও করা হতে পারে। সম্প্রতি স্বাস্থ্য অধিদফতরের প্রেস থেকে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়।
প্রাথমিকভাবে তাদের সঙ্গে যুক্ত মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি হওয়া ৭৮ জন শিক্ষার্থীর নামের তালিকা পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডি। ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ খান আবুল কালাম আজাদ বলেন, যারা এদের সুযোগ নিয়ে প্রশ্নপত্র ফাঁস করেছেন এবং এর সুবিধা নিয়ে ভর্তি হয়েছেন তাদের চিহ্নিত করে প্রচলিত আইনে শাস্তি দেয়া হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.