রেমিট্যান্স, রিজার্ভে আবার রেকর্ড
চ্যানেল আই
প্রকাশিত: ২৮ জুলাই ২০২০, ২১:৩৭
বাংলাদেশের ইতিহাসে আগে কখনো এক মাসে এতো পরিমাণ রেমিট্যান্স আসেনি। করোনাভাইরাস মহামারির চলমান সংকটের মধ্যেও প্রবাসী আয়ের রেকর্ড হয়েছে। জুলাই মাসের আরও দুই দিন বাকি থাকতেই গত মাসের (জুন) চেয়ে বেশি রেমিট্যান্স দেশে এসেছে। চলতি মাসের মাত্র ২৭ দিনেই ২ দশমিক ২৪২ বিলিয়ন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। মাসের শেষে এটি ২ দশমিক ৫০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।