‘অবহেলিত’ খুলনা অঞ্চলের উন্নয়নে উদ্যোগ নিচ্ছে সরকার : পরিকল্পনামন্ত্রী
খুলনা অঞ্চলকে দেশের অর্থনীতির ‘অন্যতম লাইফলাইন’ উল্লেখ করে রিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘এক সময় দেশের ঐতিহ্যবাহী এবং সমৃদ্ধ ছিলো খুলনা অঞ্চল। কিন্তু সময়ের পরিক্রমায় সেই অঞ্চল অবহেলিত থেকে গেছে।’ তবে সরকার এ অঞ্চলের উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া শুরু করেছে বলেও জানিয়েছেন তিনি।
খুলনা অঞ্চলের সম্ভাবনা এবং অনুমোদিত একপি প্রকল্পের বিস্তারিত প্রয়োজনীয়তা ও সামনের দিনে সরকারের কর্মপরিকল্পনা তুলে ধরতেই এ কথা বলেন মন্ত্রী। আজ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) প্রায় ৩ হাজার ৭৫ কোটি টাকার ব্যয় সম্বলিত ৭টি প্রকল্প অনুমোদন শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.