নগরায়নে ইঁদুরের বিবর্তন
অ্যামেরিকার নিউইয়র্কে একটি পার্কে কিছু ইঁদুরের বিবর্তন ঘটছে৷ তারা ঠিক শহুরে হয়ে উঠছে৷ তাদের জিনে হচ্ছে পরিবর্তন৷ এ নিয়ে কাজ করছেন এক বিবর্তন বিজ্ঞানী৷মেট্রোপলিটন সিটি নিউইয়র্ক৷ সেখানকার শহুরে জীবন বদলে দেয় সবাইকে, এমনকি কিছু প্রাণী প্রজাতিকেও৷ বিবর্তন বিজ্ঞানী জেসন মুনসি-সাউথের গবেষণা এলাকা সেন্ট্রাল পার্কে৷ তিনি সাদা পায়ের ইঁদুরদের নিয়ে গবেষণা করছেন৷১৮৭৩ সালে এই পার্কটি খুলেছে৷ এখানে এখনো প্রজাতির প্রাণী রয়েছে, যারা শহর তৈরির আগে থেকে থাকে এখানে৷
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস, ১ সপ্তাহ আগে