এবারও কোরবানির চামড়ার বাজারে বিপর্যয়ের শঙ্কা

বিবিসি বাংলা (ইংল্যান্ড) প্রকাশিত: ২৮ জুলাই ২০২০, ১০:৪৬

সঠিক ভাবে ব্যবস্থাপনা করা না হলে এবারো বাংলাদেশে কোরবানির পশুর চামড়ার বাজারে গতবারের মতো বিপর্যয় ঘটার আশঙ্কা রয়েছে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞ এবং চামড়ার ব্যবসায়ীরা। বিশেষজ্ঞ এবং চামড়ার শিল্পের সাথে জড়িতরা বলছেন, এবারো একই ধরণের ঘটনা ঘটার আশঙ্কাকে উড়িয়ে দেয়া যাচ্ছে না। বরং এবার সেই আশঙ্কা আরো বেশি রয়েছে বলেও মত দিয়েছেন অনেকে।

বিশেষজ্ঞরা বলছেন, গতবারের তুলনায় এবার বাজারে চামড়ার চাহিদা আরো কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। আর এটা শুধু দেশের অভ্যন্তরীণ বাজার নয় বরং আন্তর্জাতিক বাজারেও চামড়া ও চামড়াজাত পণ্যের চাহিদা কমার সম্ভাবনা রয়েছে।

২০১৯ সালে ঈদ-উল আযহার পর কোরবানির পশুর চামড়ার দাম এতোটাই নিম্নগামী হয় যে বিষয়টি অনেকের মাঝেই বিশেষ করে মৌসুমি চামড়া ব্যবসায়ীদের মধ্যে হতাশার তৈরি করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও