বৈশ্বিক পরিবর্তিত পরিস্থিতি বিবেচনায় ‘পরিবর্তিত রাজনীতি’ ধারণের মাধ্যমে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বিএনপি। নতুন পরিস্থিতিতে সংগঠনকে আরও বেশি শক্তিশালী ও কার্যকর করতে দলের শীর্ষ নেতৃত্বে পরিবর্তনের গুঞ্জনও রয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, একই বৃত্তে লক্ষ্যহীন ঘুরপাক খাচ্ছে বিএনপি। ঘুরে দাঁড়ানোর পথ তৈরি করতে পারছে না দলটি। দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া সরকারের অনুকম্পায় মুক্তি পেলেও শর্তের জালে বন্দি। দলীয় কোনো সিদ্ধান্ত দিতে পারছেন না তিনি। অন্যদিকে, প্রায় ছয় হাজার মাইল দূরে থাকা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলটি ঘুরে দাঁড়াবে— এমন আশাও ধীরে ধীরে কমতে শুরু করেছে। রয়েছে দলের দুই শীর্ষ নেতার মধ্যকার শীতল যুদ্ধ! এমন অবস্থায় পরিবর্তিত পরিস্থিতিতে রাজনৈতিক দলটিকে আরও বেশি কৌশলী এবং দলের মধ্যকার গুণগত পরিবর্তন জরুরি বলে মনে করছেন বিশ্লেষকরা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.