![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/07/27/802477990f13410257d1b99173eae833-5f1ed21fe28d5.jpg?jadewits_media_id=1549987)
ধলাই নদ থেকে অবৈধভাবে বালু-পাথর তুলছেন ব্যবসায়ীরা
জাফলংয়ে সীমান্ত নদী ডাউকীর পর এবার সিলেটের কোম্পানীগঞ্জের ধলাই নদেও অবৈধভাবে বালু-পাথর উত্তোলন শুরু হয়েছে। ধলাই নদে পাহাড়ি ঢল নামার সুবাদে একশ্রেণির বালুর কারবারিরা ভাসমান পদ্ধতিতে নৌযানে পাথর উত্তোলনযন্ত্র দিয়ে অবৈধভাবে বালু-পাথর তুলছেন। তবে এ অপতৎপরতা বন্ধে টাস্কফোর্সের অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন