একমাত্র চলাচলের বাঁশের সাঁকোটিও ভেসে গেল পাহাড়ি ঢলে

আরটিভি ঝিনাইগাতি প্রকাশিত: ২৭ জুলাই ২০২০, ১৮:১১

শেরপুরের ঝিনাইগাতীতে নির্মাণের দুই বছরেই ধসে গেছে একটি সেতু। নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের কারণে এমন হয়েছে বলে অভিযোগ রয়েছে এলাকাবাসীর। সেতুটি ধসে যাওয়ায় এর উপর নির্মিত চলাচলের জন্য একমাত্র বাঁশের সাঁকোটিও ভেসে গেছে পাহাড়ি ঢলে। এতে করে ১৫ গ্রামের মানুষ যাতায়াতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

এলাকাবাসী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১১-১২ অর্থ বছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের কালীবাড়ি থেকে বানিয়াপাড়া হয়ে কুড়ালিয়াকান্দা রাস্তায় আলকাছের বাড়ির কাছে খালের ওপর ২১ লাখ ২০ হাজার ৮১৮ টাকা ব্যয়ে ৩৩ ফুট দীর্ঘ একটি আরসিসি সেতু নির্মাণ করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও