কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বন্যায় ভাসছে গ্রাম, শুকনো জায়গা না পেয়ে ঘরের মেঝেতেই বাবার দাফন

ডেইলি বাংলাদেশ বাগমারা প্রকাশিত: ২৭ জুলাই ২০২০, ১২:৪৭

বন্যা পরিস্থিতিতে শুকনো জায়গা না পেয়ে ঘরের মেঝেতেই বাবাকে দাফন করলো ছেলে। রাজশাহীর বাগমারার বড়বিহানালী ইউপির বেড়াবাড়ি গ্রামে বুধবার এ ঘটনা ঘটে। ছেলে আবুল হোসেন বাগাতি নিজেই বাবাকে বৈঠক ঘরে কবর দিয়েছেন। বন্যার পানি বাড়ার কারণে ঘরের ভেতরেই কবর দিতে হয়েছে বলে জানিয়েছেন তিনি।

আবুল হোসেন বাগাতি জানান, গত মঙ্গলবার রাতে বৃদ্ধ বাবা আবু তাহের মারা যান। নিজেদের কবরস্থানসহ আশপাশের এলাকা ডুবে যাওয়ায় নিরুপায় হয়ে বৈঠকখানায় কবর খনন করে সেখানেই দাফন করা হয়েছে। তিনি বলেন, এখন এই গ্রামের কেউ মারা গেলে ভেলায় ভাসিয়ে দেয়া ছাড়া উপায় নেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও