লন্ডন থেকে সৈয়দ নজরুল ইসলামকে বঙ্গবন্ধুর ট্রাঙ্কল
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ২৭ জুলাই ২০২০, ০৮:০০
১৯৭২ সালের ২৭ জুলাই অস্ত্রোপচারের জন্য লন্ডন পৌঁছান তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। লন্ডনে পৌঁছে দেশের সার্বিক পরিস্থিতির জন্য চিন্তিত প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টেলিফোনে অস্থায়ী প্রধানমন্ত্রী সৈয়দ নজরুল ইসলাম ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব তোফায়েল আহমেদের সঙ্গে কথা বলেন। দেশের পরিস্থিতি জানার জন্য বঙ্গবন্ধু ট্রাঙ্কল করেন। সৈয়দ নজরুল বঙ্গবন্ধুকে জানান যে, দেশের সব কিছুই স্বাভাবিক ও ঠিকঠাক চলছে। জনসাধারণ তার প্রত্যাবর্তনের অপেক্ষায় আছে। তোফায়েল আহমেদের সঙ্গে কথা বলার সময় বঙ্গবন্ধু জানান, দুই দিনের মধ্যে তার অস্ত্রপচার হতে পারে।