You have reached your daily news limit

Please log in to continue


র‌্যাংক ব্যাজ পরানো হলো নৌবাহিনীর নতুন প্রধানকে

গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে রোববার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে সদ্য নিয়োগপ্রাপ্ত মো. শাহীন ইকবালকে ভাইস-অ্যাডমিরাল র‌্যাংক ব্যাজ পরিয়ে দেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত নতুন নৌ-প্রধানকে ভাইস-অ্যাডমিরালের পদমর্যাদার ব্যাজ পরিয়ে দেন।’ সম্পর্কিত খবর শেখ হাসিনার পররাষ্ট্রনীতি বিশ্বে বাংলাদেশকে বিশেষ স্থান দিয়েছেক্ষমতাচ্যুত হলেন সোমালিয়ার প্রধানমন্ত্রীসোহেল তাজ ও ব্যারিস্টার ফরহাদের পাল্টাপাল্টি বক্তব্যে তোলপাড় ব্যাজ পরানো অনুষ্ঠানের পরে তিনি জানান, প্রধানমন্ত্রী নতুন নৌ-প্রধান হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে মো. শাহীন ইকবালের সাফল্য কামনা করেছেন এবং এ লক্ষ্যে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন