বানভাসিদের জন্য তাঁবু
বগুড়ার সোনাতলা উপজেলায় বন্যাদুর্গতরা বিভিন্ন আশ্রয়কেন্দ্র, বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়েছেন। এসব গৃহহীনদের জন্য উপজেলা প্রশাসনের উদ্যোগে ৫০টি তাঁবু স্থাপন করা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুর আলম এ তথ্য জানিয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, সোনাতলার তেকানীচুকাইনগর ও পাকুল্লা ইউনিয়নের চরাঞ্চলের গৃহহীন মানুষের জন্য উপজেলা প্রশাসনের উদ্যোগে তাঁবু স্থাপন করা হচ্ছে। প্রাথমিকভাবে তেকানীচুকাইনগর ইউনিয়নের চরমহনপুর ও চরচুকাইনগর এলাকায় বানভাসিদের জন্য তাঁবুরে ব্যবস্থা করা হয়েছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- তাঁবু
- বানভাসী
- বন্যা পরিস্থিতি ২০২০