![](https://media.priyo.com/img/500x/http://thesangbad.net/images/meta-editorial.jpg)
করোনাভাইরাসের প্রাদুর্ভাব কমাতে রাজধানীর দ্বিতীয় রেড জোন (লাল) ওয়ারীতে ২১ দিনের লকডাউন বাস্তবায়ন করা হলেও গ্রিন (সবুজ) জোন হতে পারেনি এলাকাটি। গত ৪ জুলাই থেকে লকডাউন বাস্তবায়ন করা হয় ওয়ারী বিভিন্ন এলাকায়, যা গত শুক্রবার রাত ১২টায় খুলে দেয়া হয়। তবে ২১ দিন লকাডাউন বাস্তবায়নের পরও রেড জোন মুক্ত হতে পারেনি ওয়ারীর বিভিন্ন এলাকা। গতকাল পর্যন্ত ৩০৯ জনের নমুনা পরীক্ষা করে ৯৯ জন করোনা শনাক্ত হয়েছে।