![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F07%2F24%2Fcross-fire.jpg%3Fitok%3DMFUlyOSD)
চট্টগ্রামে ১২ মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত
চট্টগ্রামের বাঁশখালীতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাতির ১২ মামলার আসামি শের আলী নিহত হয়েছেন। আজ শনিবার ভোরে বাঁশখালীর সরল ইউনিয়নে এ ‘বন্দুকযুদ্ধ’ হয়। র্যাব জানায়, বাঁশখালীর সরল ইউনিয়নে র্যাব সদস্যরা নিয়মিত টহল দিচ্ছিল। র্যাবের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ একটি ডাকাতদল গুলি চালায়। এ সময় র্যাবে সদস্যরাও আত্মরক্ষার্থে গুলি চালায়। এক পর্যায়ে ডাকাতদলের সদস্য শের আলী গুলিবিদ্ধ হন। অন্যরা পালিয়ে গেলে শের আলীকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। র্যাবের সহকারী পুলিশ সুপার মাহমুদ হাসান মামুন জানান, ঘটনাস্থল থেকে র্যাব সদস্যরা তিন