![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F07%2F25%2Fgas.jpg%3Fitok%3D7yxSXnp1)
বংশালে গ্যাস বিস্ফোরণে দেয়ালচাপা : ভাইয়ের পর বোনেরও মৃত্যু
রাজধানীর বংশালের একটি বাসায় গ্যাসলাইনে বিস্ফোরণের কারণে দেয়ালচাপা পড়ে শিশু মঈনুলের পর তাঁর বোন জান্নাতুল ইসলামেরও মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে জান্নাতুল নামের ওই শিশুর মৃত্যু হয়। আজ শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের দায়িত্বরত পরিদর্শক বাচ্চু মিয়া এনটিভি অনলাইনকে এ তথ্য জানান। বাচ্চু মিয়া বলেন, ‘জান্নাতুল ইসলামের ছোট ভাই দুর্ঘটনার সময় ঘটনাস্থলেই মারা যায়। গতকাল মধ্যরাতে মারা গেল জান্নাতুল। তাঁর শরীরের ৬০ শতাংশের মতো পুড়ে গিয়েছিল। তাদের মা-বাবা দুজনই এখনো বার্ন ইউনিটে চিকিৎসাধীন।’ এর আগে গত ২৩ জুলাই বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির এনটিভ