কোনোভাবেই থামানো যাচ্ছে না করোনা সংক্রমণ। এর তাণ্ডবে রীতিমতো দিশেহারা চিকিৎসকরাও। এমন পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সবাই সতর্ক কর বলেছেন, করোনা সংক্রমণ রোধে সচেতনার কোন বিকল্প নেই। একমাত্র সচেতনতাও স্বাস্থ্যবিধিই করোনা থেকে রেহাই পাওয়ার উপায়। তবে শুধু নিজের ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করলেও হবে না।
ঘরের ব্যবহার্য চেয়ার, টেবিলসহ অন্যান্য আসবাবেও সুরক্ষা নিশ্চিত করতে। কারণ সেখানেও থাকতে পারে করোনা ভাইরাস। এসব আসবাব করোনামুক্ত রাখতে যা করতে পারেন- * ১ শতাংশ সোডিয়াম হাইপোক্লোরাইড দ্রবণ বানিয়ে (১০০ মিলি পানিতে ১ মিলি) অথবা তিন-চার চামচ ব্লিচিং পাউডার সমপরিমাণ পানির সঙ্গে গুলে স্প্রে করুন। সাবধান থাকতে হবে যেন চোখে-মুখে না লাগে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.