ভাইরাসে ‘করোনা’ নেই! অবাক করে নয়া রূপ ধারণ করল কভিড

কালের কণ্ঠ প্রকাশিত: ২৪ জুলাই ২০২০, ২১:৩০

সারা বিশ্বে ছড়িয়ে পড়ার পর থেকেই ক্ষণে ক্ষণে রূপ বদলেছে করোনা। যে কারণে এই ভাইরাসের নাম করোনাভাইরাস সেই ‘করোনা’ই এবার বদলে গেল! এই ভাইরাসের যে ছবি ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখা যেত তা হলো ভাইরাসের বাইরের অংশে স্পাইকের মতো বলয়। কিন্তু সম্প্রতি যে তথ্য প্রকাশ পেয়েছে তা ঘুম উড়িয়েছে গবেষকদের।

দেখা গেছে মানবদেহে প্রবেশ করে নিজের এই করোনা ‘স্টাইল’কে বদলে দিচ্ছে ভাইরাস। বরং স্পাইককে গুটিয়ে দিয়ে ‘চুলের কাঁটার’ (হেয়ারপিন স্ট্রাকচার) আকার নিচ্ছে এই মারণভাইরাস। এই স্পাইক প্রোটিন আসলে কী?  ভাইরাসের বিশাল জগতে করোনা স্বাতন্ত্র্য তার এই স্পাইক প্রোটিন চরিত্রের জন্য। আর শক্তিবৃদ্ধির নেপথ্যেও এই রূপ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও