গরু কিনতে ‘ভিড় বাড়ছে’ অনলাইন হাটে

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৪ জুলাই ২০২০, ১৯:৫৫

ক্রেতারা ওয়েবসাইটগুলোতে গিয়ে পশুর দরদাম যাচাই করছেন। তবে ডিজিটাল হাটে আড়াই হাজারের বেশি কোরবানির পশু উঠলেও তেমন বিক্রির খবর নেই ব্যবসায়ীদের কাছে। আগামী ১ অগাস্ট শনিবার দেশে ঈদুল আজহা উদযাপিত হবে। ব্যবসায়ীরা আশা করছেন, ঈদের তিন থেকে চার দিন আগ থেকে বিক্রি শুরু হবে। ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ তমাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ক্রেতাদের ভিড় বাড়ছে ডিজিটাল হাটে। ডিজিটাল হাটে গত কয়েক দিন প্রায় এক লাখ ভিজিটর তাদের পছন্দসই গরু যাচাই-বাছাইয়ের চেষ্টা করেছেন। এখনও বিক্রি তেমন নেই। তবে আশা করছি, ঈদের আগে বিক্রি বাড়বে।” করোনাভাইরাস মহামারীকালে কোরবানির পশু কেনাবেচায় গত ১১ জুলাই থেকে অনলাইন প্ল্যাটফর্ম ‘ডিজিটাল হাট’ শুরু হয়। ঢাকা উত্তর সিটি করপোরেশন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) ও বাংলাদেশ ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের উদ্যোগে বাস্তবায়িত হয়েছে এই ডিজিটাল হাট।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও